শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬

ফ্রান্সে কি কি ভিসায় যাওয়া যায়? কোথায় গিয়ে আবেদন করতে হয়? এবং কোন ভিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় ইত্যাদি তথ্য জেনে নিন।


 প্রিয় প্রবাসী বাংলাদেশী ওয়েব সাইটের সম্মানিত পাঠক বৃন্দ আশা করি আপনারা মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে সবাই ভালোই আছেন। বন্ধুরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। ফ্রান্সে কি কি ভিসায় যাওয়া যায়? কোথায় গিয়ে আবেদন করতে হয়? এবং কোন ভিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় ইত্যাদি।

সেনজেন ভিসা প্রাপ্তির সবচেয়ে সহজ ১০টি দেশ!

প্রবাসী বাংলাদেশী :আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিসা নিয়ে গুরুত্ব সেনেজেনপূর্ণ একটি বিষয়
 
ঠিক এ মুহূর্তে সেনজেনভুক্ত দেশের সংখ্যা ২৬টি হলেও যে কোন একটা সেনজেনভুক্ত দেশ থেকে সেনজেন ভিসায় ২৬ দেশ ছাড়াও সেনজেন ভিসা আওতায় আসার সবচেয়ে বেশি দাবীদার রোমানিয়া, বুলগেরিয়া ছাড়াও ক্রোয়েশিয়া, সাইপ্রাস সহ ইউরোপের আরও অনেক দেশে ভ্রমণ করা সম্ভব।

আইইএলটিএস (IELTS)কি ? কীভাবে কত খরচ হবে ? একটু বিস্তারিত জেনে নিন।যারা ইউরোপে উচ্চ শিক্ষার কথা ভাবছেন তাদের জন্য।

প্রিয় প্রবাসী বাংলাদেশী ওয়েব সাইটের সম্মানিত পাঠক বৃন্দ আশা করি আপনারা মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে সবাই ভালোই আছেন। বন্ধুরা আজকে আমরা আইইএলটিএস (IELTS)কি ? কীভাবে কত খরচ হবে ?ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।

 আইইএলটিএস (IELTS) নিয়ে কিছু কথা !!

আইইএলটিএস’ হচ্ছে ইংরেজি ভাষায় দক্ষতার সনদ, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। IELTS (The International English Language Testing System)। যাদের মাতৃভাষা ইংরেজি নয় তাদের অনেক দেশে উচ্চশিক্ষা কিংবা ভিসার আবেদন করতে ভালো আইইএলটিএস স্কোর থাকতে হয়।