রবিবার, ১২ জুন, ২০১৬

পোল্যান্ডে কিভাবে স্টুডেন্টস ভিসা/পারমিট থেকে জব ভিসা/পারমিটে পরিবর্তন করবেন?

আজকের বিষয়বস্তু পোল্যান্ড আসার পর কিভাবে আপনার স্টুডেন্টস ভিসা/পারমিট ওয়ার্ক পারমিটে পরিবর্তন করবেন? কি কি কন্ডিশন ইত্যাদি ইত্যাদি।
ইউরোপে আমেরিকা আর আগে মানুষ শপ্ন থাকে এক রকম, আসার পর সেটার রুপ অন্য রকম। দেশে থাকা অবস্থায় প্রায় অনেকের ধারনা ইউরোপে একবার প্রবেশ করতে পারলেই লাখ লাখ টাকা আর পি.আর পেয়ে যাবে খুব সহজে।অথচ ইউরোপের চিত্র সম্পূর্ণ বিপরীত। কোন দেশে আসার আগে সঠিক তথ্য না জানলে এসে প্রব্লেম এর কোন শেষ  নেই। আজকাল দেখা যায় অনেক ছেলেমেয়ে বিভিন্ন এজেন্সির মাধ্যমে ইউরোপে আসার ব্যাপারে খুব তুড়্গহুড় করে।এজেন্সির দেয়া তথ্য আর বাস্তবতায় কোন মিল থাকে না।