বুধবার, ১৮ মে, ২০১৬

ফ্রান্সে বাংলাদেশীরা কেমন আছেন ?

প্যারিস উচ্চশিক্ষা, রাজনৈতিক আশ্রয়, বিভিন্ন বৃত্তিসহ নানা কারণেই শিল্প-সংস্কৃতির তীর্থভূমি ফ্রান্সে আগমন ঘটে বাংলাদেশী জনগোষ্ঠীর। শুরুতে এই সংখ্যা নেহাত হাতে গোনা হলেও বর্তমানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীর সংখ্যা ৪০ হাজারের কোঠায়।ফরাসি ভূখণ্ডে স্থানীয় প্রশাসন ও জনগোষ্ঠীর কাছে বাংলাদেশ ও বাঙালী নামটা এখন বিশেষ গুরত্ব বহন করে।

যারা প্যারিস ভ্রমণ করার কথা ভাবছেন তারা এই ভিডিওটি না দেখলে মিস করবেন।


আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা বিভিন্ন দেশে ভ্রমণ করায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু সকলের পক্ষেই কিন্তু প্রতিটি দেশের বিশেষ বিশেষ জায়গাগুলো পর্যবেক্ষণ করা হয়ে উঠেনা। আর তাই আমরা আপনাদের মাঝে এমন অসাধারন একটি ভিডিও উপস্থাপন করছি যা দেখে আপনার প্যারিস সম্পর্কে সম্পূর্ণ ধারণাই পালটিয়ে যাবে।

বুধবার, ৪ মে, ২০১৬

বিদেশ গমন : ইউরোপ – ভেবে চিন্তে পদক্ষেপ নিন


                          ইউরোপে আসা মানেই আসা না । 

অনেকের ধারণা:- ইউরোপে (যেকোনো দেশে) ঢুকতে পারলেই চলবে, সব ঝামেলার সমাধান।

ধারণা ভুল :- ইউরোপের অনেক বাঘা বাঘা দেশে এসে আমাদের অনেক ভাই already বদ্ধকারাগার সদৃশ ঝামেলায় পরে গেছেন | Job পাচ্ছেন না বলে, না পারছেন থাকতে আর না পারছেন খুব সহজেই অন্য কোনো দেশে দীর্ঘমেয়াদের জন্য move করতে। 

বিশ্বের প্রথম নগদ টাকাবিহীন দেশ হতে যাচ্ছে সুইডেন


সুইডেনে প্রতি পাঁচটির মধ্যে চারটি কেনাকাটায় লেনদেনই ব্যাংকের কার্ডের মাধ্যমে বা অনলাইনে হয়। আর এ সংখ্যাটি দ্রুত বাড়ছে, ফলে পাশাপাশি কমছে ডাকাতির ঘটনা। কারণ নগদ টাকা মানুষের কাছে প্রায় থাকেই না। আর এ প্রবণতার ফলে শিগগিরই নগদ অর্থের ব্যবহার পুরোপুরি বাদ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সুইডেনে।

মঙ্গলবার, ৩ মে, ২০১৬

কানাডায় পরতে আসা প্রবাসী স্টুডেন্টদের দুঃখ-কষ্ট তথা বাস্তব চিত্র নিয়ে করা একটি প্রতিবেদন


আসিফ আহমেদঃ কানাডাই ব্যাচেলর্স করতে আসলাম আজ ২ বছর ১০ মাস হল। জীবন যে কতো কঠিন এইখানে আসার পর আস্তে আস্তে বুঝতে শিখলাম। নিজে পড়ালেখা করা, কাজ করে নিজের টিউশন ফী দেওয়া। মাঝে মাঝে মা এর কাছে টাকা পাঠানো।শত কষ্টের মধ্যেও জীবন চলে যায়। যায় প্রত্যেকটা দিন।তো গত রোববার ছিল আমাদের বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশান এর বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা। পাশ করা ছাত্রদের বিদাই দেওয়া আর নবীন দের বরণ করা।

ভিসা ছাড়া কোন কোন দেশে ভ্রমন করতে পারবেন দেখে নিন

শিরোনাম দেখে হয়তো অনেকে ভ্রু কুঁচকাচ্ছেন। ভাবছেন এটাও কি সম্ভব! জি, বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে যেতে ভিসার প্রয়োজন নেই, শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে। আর এমন কিছু দেশ আছে যেখানে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে (on arrival) ভিসা পাওয়া যায়, তবে কোন কোন দেশের ক্ষেত্রে অবশ্য ফি দিতে হয়।

সুইডেনে পড়াশোনা সম্পর্কে প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।



 সুইডেন উত্তর ইউরোপের আধুনিক একটি দেশ। শান্ত পরিবেশ,বিশ্বস্বীকৃত গবেষণাকর্ম, আধুনিক শিক্ষা ব্যবস্থা, প্রচুর স্কলারশিপ,গ্রুপ ওয়ার্ক, স্বাধীন চিন্তার সুযোগ-এসবের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে সুইডেন বেশ জনপ্রিয় হয়ে উঠছে।বর্তমানে এখানে প্রায় ৮০টি দেশের শিক্ষার্থীরা পিএইচডি গবেষণারত।গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট ২০১০-২০১১ এ দ্বিতীয়স্থান অধিকারী সুইডেনে বাংলাদেশী শিক্ষার্থীরাও নিতে পারেন বিশ্বমানের উচ্চতর ডিগ্রি।

আপনি কি সুইডেন এ পড়াশুনা করতে চান? কেন সুইডেন এন্ড কিভাবে এপ্লিকেশন করবেন আসুন জেনে নেই।

প্রবাসী বাংলাদেশী :প্রবাসী বাংলাদেশীদের সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন
সুইডেন এর ডিগ্রী ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রী এবং ওয়ার্ল্ড এর বেস্ট নামকরা ইউনিভার্সিটি গুলো রয়েছে।পড়াশুনার মান নিয়ে সন্দেহ করার কোনো প্রশ্নই আসে না কারন বিভিন্ন শাখায় খ্যাতিমান নোবেল লরেটরা সুইডিশ বিশ্ববিদ্যালয় গুলোতে পড়ান।পরিবেশ বান্ধব লাইফস্টাইল এবং গ্লোবাল ক্যারিয়ার এর জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন।

রবিবার, ১ মে, ২০১৬

ইতালিতে খুব সহজে ফ্যামিলি নিয়ে আসতে চান? জেনে নিন বিস্তারিত ফ্যামিলি ভিসা ছাড়া কিভাবে দ্রুত স্বামী/স্ত্রী কে টুরিস্ট ভিসায় নিয়ে আসা যায় ।




প্রিয় প্রবাসী বাংলাদেশী ওয়েব সাইটের সম্মানিত পাঠক বৃন্দ আশা করি আপনারা মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে সবাই ভালোই আছেন। বন্ধুরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। আসলে আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা পরিপূর্ণ নিয়ম কানন ও সঠিক দিক নির্দেশনা না পাওয়ার কারনে প্রবাস জীবনে অনেকে বিষয় থেকেই বঞ্চিত হয়ে থাকেন। আবার আমাদের বাঙ্গালীদের মধ্যে একটি বিষয় রয়েছে যে অনেকে কোন একটা বিষয় জেনে থাকলেও আপনাকে কখনোই জানাবে না!