অনেকের ধারণা:- ইউরোপে (যেকোনো দেশে) ঢুকতে পারলেই চলবে, সব ঝামেলার সমাধান।
ধারণা ভুল :- ইউরোপের অনেক বাঘা বাঘা দেশে এসে আমাদের অনেক ভাই already বদ্ধকারাগার সদৃশ ঝামেলায় পরে গেছেন | Job পাচ্ছেন না বলে, না পারছেন থাকতে আর না পারছেন খুব সহজেই অন্য কোনো দেশে দীর্ঘমেয়াদের জন্য move করতে।
“অন্যরা জব না পেলেও আমি একটা না একটা Job ঠিকই Manage করে নিব” এই ধারনাও এখন ভুল, গ্রীস/ ইতালি দেশেগুলো এখন জাতীয়ভাবে অর্থনৈতিক ভঙ্গুর হওয়ায় ওখানকার বাংলাদেশীরা কঠিন পরিস্থিতিতে আছেন।
তাই:- সিদ্ধান্ত আপনার , তবে আপনার কোনো ভুল পদক্ষেপে আমরা আমাদের নিজেদেরকে ব্যাথিত করতে চাইব না। ভেবে চিনতে এগিয়ে আসুন, কোন দেশ ভালো হবে সেটা জেনে-বুঝে-আলোচনা করে সিদ্ধান্ত নিন । অন্ধ গহবরে নিজেকে পতিত করে আত্মচিত্কার করা চরম বোকামির পরিচয় বহন করবে।
কোথায় যাব তাহলে:- নর্ডিক দেশগুলো (ফিনল্যাণ্ড, Sweden , নরওয়ে, Denmark ), জার্মানি, ফ্রান্সসহ প্রমুখ দেশগুলো দেখতে পারেন। তবে ইতালি ও গ্রীস পরিত্যাগ করুন, এটা আমার অভিমত