প্রিয় প্রবাসী বাংলাদেশির পাঠক বৃন্দ শুরুতে আমাদের সালাম গ্রহণ করবেন। জীবনে কতো রকমের মানুষ আর কতো রকমের তাদের চাওয়া পাওয়া। এমনো কিছু মানুষ আছে যাদের মনে অনেক শখ ভিসা জিনিসটা কি? সেটা দেখা, আচ্ছা ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল ? ভিসা দেখতে কেমন হয় ? কি কি লিখা থাকে ! শুনতে অবাক লাগলেও এমন সব প্রশ্ন মানুষ করে কারন সে জানে না ! আর জানতে চাওয়া , বা জিজ্ঞাসা করায় দোষের কিছু নাই !
প্রবাসী বাংলাদেশীদের সর্বশেষ খবর সবার আগে পেতে এবং স্টুডেন্ট ভিসা/ওয়ার্ক ভিসা সম্পর্কিত যেকোন তথ্য জানতে আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬
ভিসা জিনিসটা দেখতে কেমন ?
প্রিয় প্রবাসী বাংলাদেশির পাঠক বৃন্দ শুরুতে আমাদের সালাম গ্রহণ করবেন। জীবনে কতো রকমের মানুষ আর কতো রকমের তাদের চাওয়া পাওয়া। এমনো কিছু মানুষ আছে যাদের মনে অনেক শখ ভিসা জিনিসটা কি? সেটা দেখা, আচ্ছা ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল ? ভিসা দেখতে কেমন হয় ? কি কি লিখা থাকে ! শুনতে অবাক লাগলেও এমন সব প্রশ্ন মানুষ করে কারন সে জানে না ! আর জানতে চাওয়া , বা জিজ্ঞাসা করায় দোষের কিছু নাই !
ইউরোপে রাজনৈতিক আশ্রয়ের কথা ভাবছেন? চলে যান সুইডেন!
গত বছর সুইডেনে সর্বমোট ৫৪২৫৯ জন রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে যা প্রতিবেশী দেশ ডেনমার্ক ও নরওয়ের চেয়ে অনেক বেশি। শুধুমাত্র সিরিয়া থেকে গেল বছর সুইডেনে ১৬৫০০ জন রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে যেখানে উক্ত দেশ থেকে মাত্র ৭৫৪০ জন ডেনমার্কে এবং ১২০০০ জন নরওয়ে আশ্রয় প্রার্থনা করে। ইউরোপে এককভাবে সবচেয়ে বেশি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন পড়ে জার্মানিতে যা নভেম্বরে গিয়ে এক লাখে দাঁড়ায়। বিদেশীদের জন্য রাজনৈতিক আশ্রয়ের জন্য দ্বিতীয় পছন্দের দেশ ছিল ফ্রান্স।
চাকরি নিয়ে বিদেশ যেতে চাইলে এখন থেকে বাংলাদেশী নাগরিকদের রেজিস্ট্রেশন করতে হবে
চাকরি নিয়ে বিদেশ যেতে চাইলে এখন থেকে বাংলাদেশী নাগরিকদের রেজিস্ট্রেশন করতে হবে। আগে সরকারীভাবে যারা চাকরি নিয়ে বিদেশ যেতো তাদেরকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হতো। নতুন নিয়মে সরকারী/বেসরকারী সকল ক্ষেত্রেই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। নিবন্ধনকারীরা পৃথিবীর যেকোনো দেশে যেতে পারবেন।
ইউরোপের কোন দেশে কত টাকা ইনকাম বা আপনি একমাসে কত টাকা বেতব পাবেন ইউরোপের দেশ গুলোতে? জেনে নিন বিস্তারিত!!
প্রিয় প্রবাসী বাংলাদেশির সম্মানিত পাঠক বৃন্দ আশা করি আপনারা সবাই আল্লাহ্র রহমতে ভালো আছেন। আমাদের মধ্যে প্রায় অনেকেই উন্নত জীবন যাপনের আশায় অনেকে অনেক ধরণের স্বপ্ন নিয়ে পাড়ি জমান ইউরোপে। এবং সবারই মনে এই ইউরোপ নিয়ে রয়েছে বিভিন্ন জল্পনা ও কল্পনা। সবাই চান ইউরোপের কোন একটি দেশে নিজের একটি অবস্থান করে নিতে।
বিদেশ পাড়ি দিতে চান? এসাইলাম প্রার্থী হয়ে যান।এসাইলাম প্রার্থীর জন্য কি কি প্রয়োজন?
আজকাল বিদেশ পাড়ি দেবার রাইট ডিসিশন অনেকেই নিয়ে থাকেন। বাংলাদেশ নামক গাঙ্গেয় ব-দ্বীপের বসবাসকারী জনগণ অতীতে কখনো সমুদ্র পথে, কখনো বা পদব্রজে পাড়ি দিয়েছেন দুর দূরান্তে। একটা সময় ছিলো যখন বৈদেশ যাওয়া ছিলো সাময়িক জীবিকার্জনের মাধ্যম। ঘরে জায়া-পুত্র-কন্যা রেখে মালাদারগন রেঙ্গুন যাতায়াত করতেন ব্যবসার উদ্দেশ্যে। সেটাও প্রায় শতবর্ষের আগের ঘটনা।
নিজে নিজেই যেভাবে তুর্কীর ই-ভিসা নিবেন? ভিডিও টিউটোরিয়াল সহ।
শিহাব উদ্দিন : প্রিয় প্রবাসী বাংলাদেশির সম্মানিত পাঠক বৃন্দ আশাকরি মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। বরাবরের মত প্রবাসী বাংলাদেশির টিম আজকেও আপনাদের সাথে একটি মজার বিষয় নিয়ে আলোচনা করবে। বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশের কাগজ ধারী, এবং আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে দেশে যান, এবং অনেকেরি মনে ইচ্ছা তুর্কিতে ঘুরার, কিন্তু ভিসাগত জটিলটার কারনে আমাদের সেই ইচ্ছা পূরণ হয়ে উঠে না।
ইতালিতে আমার ভাই,বোন,আত্মীয়দের জন্য কিভাবে টুরিস্ট ভিসায় আবেদন করবো?কি কি লাগবে?সবার জেনে রাখা উচিত।
বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো কিভাবে আপনি ইতালির টুরিস্ট বা ভিজিট ভিসায় আবেদন করবেন? বা কিভাবে কি করতে হয়, এর জন্য দেশে কি কি প্রয়োজন? এবং ইতালি থেকে কি কি সংগ্রহ করতে হবে? ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের কাছে কিছু প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেস্তা করবো।
আপনার কেউ যদি ইতালি থাকে অথবা না থাকলেও আপনি ইতালিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন।
বুধবার, ১৩ জুলাই, ২০১৬
IELTS ছাড়া আমেরিকায় উচ্চশিক্ষা !
IELTS ছাড়া আমেরিকায় উচ্চশিক্ষা !
বিস্তারিত জানতে কল করুন : 01703304050/
01703800765
@@ আমেরিকায় ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন
আসছে।নতুন ওই পদ্ধতি চালুর ফলে
আবদনকারীদের ভিসা সংক্রান্ত সুবিধা
বাড়বে।এটি আগের চেয়ে সহজও হবে। @@
কেন যাবেন USA ?
দূতাবাসের ইমিগ্রেশন অফিসারের সাথে সাক্ষাৎকার পর্ব
দূতাবাসের ইমিগ্রেশন অফিসারের সাথে সাক্ষাৎকার পর্ব ইমিগ্রেশন প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রার্থীকে মনে রাখতে হবে একজন ইমিগ্রেশন অফিসারের হাতে সর্বময় ক্ষমতা দেয়া থাকে। ইনি যেসব বিষয়ের উপর ভিত্তি করে প্রার্থীর যোগ্যতা নিরূপন করেন সে বিষয়গুলোতে প্রার্থীকে অবশ্যই সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। ইমিগ্রেশণ অফিসারের সাথে সাক্ষাৎকারের ক্ষেত্রে কিছু অত্যন্ত প্রয়োজনীয় পরামর্শ নিচে দেয়া হলো:
১) শালীনতাপূর্ণ মার্জিত পোষাক পরতে হবে। চুল, দাঁড়ির ছাঁট রুচিসম্মতভাবে হতে হবে। চোখের চাহনী এবং অভিব্যক্তিতে আত্মবিশ্বাস থাকতে হবে।
সুইডেনে কেন পড়তে যাবেন ! ! !
সুইডেনের বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে সারা বিশ্ব থেকে স্টুডেন্টরা Apply করে এই সেশনে। সারা বছর ধরে স্টুডেন্টরা মুখিয়ে থাকে এই Central Admission Open হওয়ার জন্য। কারণ এই সময়টাতে SWEDEN প্রচুর বিদেশী শিক্ষার্থী নেয়। গত বছর তিনেক ধরে প্রচুর সংখ্যক বাংলাদেশী স্টুডেন্ট সুইডেনের ভিসা পেয়ে আসছে। আশা করা যাচ্ছে, ২০১৬ তেও এ ধারা অব্যাহত থাকবে ।
জাপানে কেন যাবেন ?
শুরু হোল জাপানের ২০১৬ এপ্রিল সেশনের
ভর্তি কার্যক্রম…।।
জাপানে উচ্চ শিক্ষা ও চাকুরির সূবণ সূযোগ !!
জাপানে কেন যাবেন?
১. শুধুমাত্র জাপানী Language JLPT N5 course
শেষ করে আপনি ও গ্রহণ করতে পারেন উচ্চ
শিক্ষাসহ চাকরির ও স্থায়ী বসবাসের
সুযোগ।
পৃথিবীর সর্বোচ্চ বেতন প্রদানকারী দেশগুলো কি কি?জেনে নিন
একজন শ্রমিকের সব্বোচ্চ বেতন কত হতে পারে? পৃথিবীর সর্বোচ্চ বেতন প্রদানকারী দেশগুলোর কথা বললে আপনি রীতিমতো আশ্চর্য হয়ে যাবেন। মূলত উন্নত ও স্বচ্ছল দেশগুলো শ্রমিকদেকে বেশি বেতন দিয়ে থাকে। নিচে পৃথিবীর সর্বাধিক বেতন দেয়া ৫টি দেশের বিবরণ তুলে ধরা হলো-
মার্কিন যুক্তরাষ্ট্র: মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ।
বিশ্বের সেরা ১০ টি দেশ
যুক্তরাষ্ট্রের পরামর্শক প্রতিষ্ঠান বাভ কনসাল্টিং পরিচালিত এক জরিপে বিশ্বের সেরা দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। ব্যবসায়, অর্থনীতি এবং জীবনমানের সূচকের ওপর ভিত্তি করে পরিচালিত এই জরিপে শীর্ষে চলে এসেছে জার্মানি। এর পরেই যথাক্রমে কানাডা, যুক্তরাজ্যে, আমেরিকা, সুইডেন, অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং দশম স্থানে আছে ডেনমার্ক।
তবে ক্ষমতা ও প্রভাব বিস্তারের ক্ষেত্রে তালিকায় শীর্ষস্থানীয় দেশ হিসেবে জায়গা করেছে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
খেলাধুলার দিক থেকে সেরা অবস্থানে রয়েছে সুইডেন।
এছাড়া অভিযানের ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ হচ্ছে ব্রাজিল, উন্মুক্ত ব্যবসার জন্য লুক্সেমবার্গ, সংস্কৃতির জন্য ফ্রান্স, বাণিজ্যের জন্য জার্মানি, জীবনযাত্রার মানের ক্ষেত্রে কানাডা, ঐতিহ্যের জন্য ইতালি এবং উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে ভারত শীর্ষস্থান দখল করে রয়েছে।
এবার মিলিয়ন ডলারের প্রশ্ন হলো, জরিপটা যদি উল্টা দিক দিয়ে হত তাহলে বাংলাদেশের অবস্থান কোথায় থাকতে পারে বলে আপনাদের মনে হয়?
সবাইকে ধন্যবাদ।
সোমবার, ১১ জুলাই, ২০১৬
বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণে সহায়তাদানকারী প্রতষ্ঠানসমূহের ফোন নম্বর
নর্থ সাউথ কলেজ
৩৩৩, এলিফ্যান্ট রোড, ঢাকা। ফোন: ৮৬৫১৭৬৫, ০১৫২৪৯০৩১০, ০১৭২৬০২৪৬৬৪
এসএসআইটি
২/২, ব্লক# এ (২য় তলা), লালমাটিয়া, ঢাকা। ফোন: ৯১১৭৪৪৭, ৯১১০১৮১, ০১৭১৩৩৭৫৪৮৮
এডুকেয়ার
মাহবুব প্লাজা, ৪/এ ইন্দিরা রোড (৫ম তলা) ফার্মগেট, ঢাকা। ফোন: ৯১৪২৩৩৫, ৮১২০১৪৪, ০১৭১৩০৪৭৪০২
স্যাট (SAT) সম্পর্কে জেনে নিন
উত্তর আমেরিকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ রিকয়্যারমেন্ট হল SAT(Scholastic Assessment Test)। এটির ব্যবস্থাপনা ও মালিকানা কলেজ বোর্ডের অধীনে এবং এটির প্রকাশনা, উন্নয়ন এবং মান প্রদান Educational Testing Service (ETS) দ্বারা পরিচালিত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য স্যাট প্রয়োজন।
জিম্যাট (GMAT) সম্পর্কে জেনে নিন
গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট এডমিশান টেস্ট
(Graduate Management Admission Test) সংক্ষেপে জিম্যাট (GMAT) হচ্ছে
গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট এডমিশান কাউন্সিলের একটি রেজিস্টার্ড ট্রেডমার্ক
এডুকেশনাল ব্র্যান্ড। বিশ্বের নামী-দামি ব্যবসায় প্রশাসন ও ম্যানেজমেন্ট
বিশ্ববিদ্যালয় গুলোতে গ্র্যাজুয়েট বিশেষ করে এম.বি.এ –তে ভর্তির জন্য
সর্বজন গৃহীত একটি প্রোগ্রাম।
ফিনল্যান্ডে উচ্চ শিক্ষা সম্পর্কে জেনে নিন
ইউরোপীয় জীবনধারা এবং নরডিক অঞ্চলের গণতন্ত্রের সংমিশ্রণ দেখা যায় উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডে। এখানকার সমাজের মূল শক্তি হচ্ছে সমতা। সুইডেন, নরওয়ে এবং রাশিয়া ফিনল্যান্ডের প্রতিবেশী রাষ্ট্র। ফিনল্যান্ড সরকার সবসময়ই শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে এসেছে। দেশটির শিক্ষাব্যবস্থা বিশ্বমানের হওয়ায় উচ্চ-প্রযুক্তির শিল্পের জন্য দক্ষ মানবসম্পদের কোন সমস্যাই সেখানে হয়নি।
আপনি কি জাপানে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য আগ্রহী? আসুন জেনে নিই জাপানে পড়াশোনা করার বিভিন্ন দিক সম্পর্কে
পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে সারা বিশ্বজুড়ে প্রায় ১৫ লক্ষ ছাত্রছাত্রী বিদেশে পড়াশুনা করছে। এর মধ্যে ১৩৮০৭৫ (১ মে, ২০১২ অনুযায়ী) জন ছাত্রছাত্রী জাপানে পড়াশোনা করছে। অর্থাৎ বৈদেশিক ছাত্রছাত্রীদের প্রায় ৯.৫ শতাংশই জাপানে অধ্যয়নরত জাপানে উচ্চ শিক্ষা গ্রহনের এই ব্যাপক চাহিদার কারণ হচ্ছে জাপানে ছাত্রছাত্রীরা যুগোপযোগী সর্বাধুনিক প্রযুক্তি এবং জ্ঞান অর্জন করতে পারে যা ২য় বিশ্বযুদ্ধোত্তর জাপানের বিস্ময়কর অর্থনৈতিক উন্নতির মুল হাতিয়ার হিসাবে কাজ করেছে।
সরাসরি ইমিগ্রেশন ও ভিসা (বিভিন্ন দেশের ভিসা প্রাপ্তির নিয়মাবলী ও ট্যুরিস্ট, স্টুডেন্ট ও ইমিগ্রেশন ভিসার তথ্য রয়েছে)
বিভিন্ন কারণে আমাদের বিদেশ গমনের প্রয়োজন হতে পারে। আমাদের বিদেশ
গমনের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আমাদেরকে সংশ্লিষ্ট ক্যাটাগরীর ভিসার
জন্য আবেদন করতে হয়। আমরা যেসব ক্যাটাগরীর আওতায় বিদেশ ভ্রমনের ভিসার জন্য
আবেদন করে থাকি সেগুলো নিচে ছকের সাহায্যে দেখানো হল:
বিদেশ গমনের উদ্দেশ্য
| ||||||||
চাকুরী (Employment)
|
অভিবাসন (Immigration)
|
উচ্চ শিক্ষা (Higher Studies)
|
আনন্দ ভ্রমন
(Excursion)
|
ব্যবসায়িক ভ্রমন
(Business Trip)
| ||||
সরকারী ও পেশাগত
|
বেসরকারী ও পেশাগত
|
-
|
নিজ খরচে
|
স্কলারশীপ
|
আত্মীয় স্পন্সর
|
প্রাতিষ্ঠানিক আমন্ত্রণ
|
নিজস্ব বাণিজ্য প্রতিষ্ঠান
|
যৌথ কারবার |
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)