শিহাব উদ্দিন : প্রিয় প্রবাসী বাংলাদেশির সম্মানিত পাঠক বৃন্দ আশাকরি মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। বরাবরের মত প্রবাসী বাংলাদেশির টিম আজকেও আপনাদের সাথে একটি মজার বিষয় নিয়ে আলোচনা করবে। বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশের কাগজ ধারী, এবং আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে দেশে যান, এবং অনেকেরি মনে ইচ্ছা তুর্কিতে ঘুরার, কিন্তু ভিসাগত জটিলটার কারনে আমাদের সেই ইচ্ছা পূরণ হয়ে উঠে না।
আর তাই আজ আমরা দেখবো কিভাবে নিজে নিজেই মাত্র কয়েকমিনিটের মধ্যেই তুর্কির ই-ভিসা নিয়ে নেওা যায়? সবার আগে এক নজরে দেখে নেই কারা কারা তুর্কীর ই-ভিসা নিয়ে তুর্কী ভ্রমন করতে পারবেন তাদের লিস্ট পাবেন এখানে দেওয়া এই লিঙ্কে – বন্ধুরা এখানে ক্লিক করে দেখে নিন।
লিস্টে উল্লেখ করা দেশ সমুহের বৈধ ভিসা এবং রেসিডেন্স হোল্ডার যারা তারা অনলাইনে ইলেকট্রনিক ভিসা নিয়ে তুর্কী ভ্রমন করতে পারবেন। কোন প্রকার এমব্যাসির ঝামেলা ছাড়া ঘরে বসে ই-ভিসা নিতে পারবেন। দরকার শুধুমাত্র ইন্টারনেট সংযোগ আর ক্রেডিট কার্ড/প্রি-পেইড কার্ড। দেখা যাক নিচের ভিডিও টিউটোরিয়াল টিতে দেওয়া নির্দেশনা কিভাবে নেয়া যায় তাহলে?
তুর্কির ভিসা মাত্র ৩ মিনিটে ! অবাক হচ্ছেন ! ওকে লেটস সি দিস ভিডিও!
বন্ধুরা আশা করি পোস্টটি আপনাদের অনেকের উপকারে আসবে।