যুক্তরাষ্ট্রের পরামর্শক প্রতিষ্ঠান বাভ কনসাল্টিং পরিচালিত এক জরিপে বিশ্বের সেরা দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। ব্যবসায়, অর্থনীতি এবং জীবনমানের সূচকের ওপর ভিত্তি করে পরিচালিত এই জরিপে শীর্ষে চলে এসেছে জার্মানি। এর পরেই যথাক্রমে কানাডা, যুক্তরাজ্যে, আমেরিকা, সুইডেন, অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং দশম স্থানে আছে ডেনমার্ক।
তবে ক্ষমতা ও প্রভাব বিস্তারের ক্ষেত্রে তালিকায় শীর্ষস্থানীয় দেশ হিসেবে জায়গা করেছে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
খেলাধুলার দিক থেকে সেরা অবস্থানে রয়েছে সুইডেন।
এছাড়া অভিযানের ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ হচ্ছে ব্রাজিল, উন্মুক্ত ব্যবসার জন্য লুক্সেমবার্গ, সংস্কৃতির জন্য ফ্রান্স, বাণিজ্যের জন্য জার্মানি, জীবনযাত্রার মানের ক্ষেত্রে কানাডা, ঐতিহ্যের জন্য ইতালি এবং উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে ভারত শীর্ষস্থান দখল করে রয়েছে।
এবার মিলিয়ন ডলারের প্রশ্ন হলো, জরিপটা যদি উল্টা দিক দিয়ে হত তাহলে বাংলাদেশের অবস্থান কোথায় থাকতে পারে বলে আপনাদের মনে হয়?
সবাইকে ধন্যবাদ।