শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬

ইউরোপের কোন দেশে কত টাকা ইনকাম বা আপনি একমাসে কত টাকা বেতব পাবেন ইউরোপের দেশ গুলোতে? জেনে নিন বিস্তারিত!!


প্রিয়  প্রবাসী বাংলাদেশির সম্মানিত পাঠক বৃন্দ আশা করি আপনারা সবাই আল্লাহ্‌র রহমতে ভালো আছেন। আমাদের মধ্যে প্রায় অনেকেই উন্নত জীবন যাপনের আশায় অনেকে অনেক ধরণের স্বপ্ন নিয়ে পাড়ি জমান ইউরোপে। এবং সবারই মনে এই ইউরোপ নিয়ে রয়েছে বিভিন্ন জল্পনা ও কল্পনা। সবাই চান ইউরোপের কোন একটি দেশে নিজের একটি অবস্থান করে নিতে।
আর তাই আমরা মনে করি আমাদের সকলেরই কিন্তু জেনে রাখা প্রয়োজন যে, এই ইউরোপের দেশ গুলিতে কোথায় কিরকম টাকা ইনকাম করা যেতে পারে? বা কোন দেশ থেকে কোন দেশ বেশি উন্নত? বা কোন দেশে কিরকম সুযোগ সুবিধা রয়েছে এবং সব শেষে এই দেশ গুলোর বিভিন্ন ডকুমেন্টস গুলিই বা দেখতে কেমন? বা এগুলোর কোনটি দিয়ে কি করা যেতে পারে? ইতাদি ইতাদি আরও অনেক কিছু।
যাই হোক আমরা জানি এই সব বিষয় গুলি আগে থেকে জানা অনেক কষ্টসাদ্ধ ব্যাপার বা এক কথায় বলা যেতে পারে “অসম্বভ”!! একটি ব্যাপার। কিন্তু না  প্রবাসী বাংলাদেশির টিম থাকতে এখন থেকে আমাদের মাঝে অসম্ভব বলে আর কোন কথা থাকবে না। কেননা  প্রবাসী বাংলাদেশির এই বিশাল টিম সমগ্র ইউরোপ জুড়ে দিনরাত আপনাদের জন্য কাজ করে যাচ্ছে যাতে করে আপনারা সব কিছু  প্রবাসী বাংলাদেশির সাইটের মাধ্যমে জেনে নিতে পারেন ।
যাই হোক, বিভিন্ন ইউরোপ মহাদেশে মোট ৩৪ টির মত দেশ রয়েছে এর মধ্যে ২৭ টি দেশ ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত । দেশভেদে জীবন যাত্রার মান সম্পুন্ন ভিন্ন ভিন্ন হয় এবং একটি দেশের আয়ের উপর তার জীবন যাত্রার মান নির্ভর করে। তাই আজ আমরা আপনাদের কাছে ইউরোপের কোন দেশে কি রকম ইনকাম করা যায় তার একটি চিত্র তুলে ধরলাম যেটা দেখে আপনি খুব ভালো করেই বুঝে নিতে পারবেন। নিচের চিত্রটি দেখুন।